About Us

চেয়ারম্যানের বাণী

প্রিয় কৃষকবন্ধু, অংশীদার ও শুভানুধ্যায়ীগণ,

Mollika Seed — আপনার কৃষির বিশ্বাসযোগ্য সাথী। আমরা উচ্চমানের বীজ দিয়ে সুস্থ ফসল ও সমৃদ্ধ ভোর নিয়ে আসতে কাজ করছি।

বাংলাদেশের কৃষি আমাদের অর্থনীতির প্রাণ, আর কৃষকের পরিশ্রম আমাদের জাতির শক্তি। সেই শক্তিকে আরও ফলপ্রসূ ও আধুনিক করার লক্ষ্যেই Mollika Seed এর যাত্রা।

আমরা বিশ্বাস করি—একটি ভালো বীজই পারে একটি সমৃদ্ধ ফসলের জন্ম দিতে। তাই Mollika Seed সর্বদা গবেষণা, মান নিয়ন্ত্রণ ও উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছে উচ্চমানের, রোগ প্রতিরোধী ও অধিক ফলনশীল বীজ।

আমাদের উদ্দেশ্য শুধু বীজ বিক্রি নয়, বরং কৃষকের পাশে থাকা — মাঠে, পরামর্শে, ও উন্নয়নের প্রতিটি ধাপে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি জমিতে ফলুক সাফল্যের ফসল, প্রতিটি কৃষকের ঘরে ফিরুক হাসি।

ভবিষ্যতে আমরা আরও আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে কৃষি খাতে টেকসই পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

চে
চেয়ারম্যান, Mollika Seed
“সফল কৃষি, সমৃদ্ধ বাংলাদেশ”

আমাদের কর্যক্রম সমূহ

Activity 1

কৃষি প্রশিক্ষণ কর্মশালা

আমাদের কৃষি প্রশিক্ষণ কর্মশালায় কৃষকরা শিখছেন আধুনিক চাষাবাদের কৌশল ও সঠিক বীজ ব্যবহারের পদ্ধতি।

আরও জানুন
Activity 2

উন্নত বীজ বিতরণ কার্যক্রম

আমরা দেশের প্রতিটি অঞ্চলে উন্নতমানের বীজ বিতরণ করে কৃষকদের সঠিক ফলন নিশ্চিত করতে কাজ করছি।

আরও জানুন